BRAKING NEWS

Medinipur : বেহাল নারায়ণগড়ের ঠাকুরচক বাজার থেকে খালিনা পর্যন্ত রাস্তা! উঠছে সংস্কারের দাবি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বৃষ্টি হলেই রাস্তা নাকি জলাশয় ঠাহর করা মুশকিল। সেই জমা জলে বিপদজনক রাস্তা দিয়েই চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। এলাকাবাসীদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হয়নি। এই বেহাল চিত্র পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ১২ নম্বর তুতরাঙ্গা অঞ্চলের ঠাকুরচক বাজার থেকে খালিনা পর্যন্ত রাস্তার।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য বাজেটে সম্প্রতি রাজ্যের বিভিন্ন বেহাল রাস্তাগুলির সংস্কারের জন্য প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারিতে সম্প্রসারণ ও সংস্কারের জন্য শিলান্যাস করলেও বেলদা কাঁথি রাজ্য সড়কের ৫৬ কিলোমিটার রাস্তার কাজ এখনও শুরু হয়নি। অনেক গ্রামীণ রাস্তাও বেহাল হয়ে রয়েছে। ইতিমধ্যে বসন্তেই বৃষ্টির আবহে বৃদ্ধি পাচ্ছে জল-যন্ত্রণা। তেমনই অবস্থা নারায়ণগড় ব্লকের ১২ নম্বর তুতরাঙ্গা অঞ্চলের ঠাকুরচক বাজার থেকে খালিনা পর্যন্ত রাস্তার।

Leave a Reply