BRAKING NEWS

Paschim Medinipur : বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ নারায়ণগড়ে, গুরুতর আহত ২ জন

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আগুনে ঝলসে গুরুতর আহত দু’জন ব্যক্তি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় থানার তিন নম্বর নারমা অঞ্চলের তুঁতরাঙ্গা গ্রামে।

জানা গিয়েছে, নারায়ণগড় থানার তুঁতরাঙ্গা গ্রামে শনিবার সকালে স্থানীয়রা তীব্র বিস্ফোরণের আওয়াজ শুনতে পান বলাই মান্নার বাড়িতে। এরপরে ঐ বাড়ি থেকে কান্না ও গোঁঙানির আওয়াজ শোনা যায়। তাঁরা গিয়ে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় বাড়ির মালিক বলাই মান্না ও তাঁর ছেলে প্রহ্লাদ মান্নাকে পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় নারায়ণগড় থানায়।

গ্রামবাসীদের বক্তব্য, আহত বলাই মান্নার বাড়িতে বেআইনি বাজি প্রস্তুত করা হত। এর আগেও ঐস্থানে বিস্ফোরণ ঘটেছে বলে খবর। ঘটনার খবর পেয়ে এলাকায় যান নারায়ণগড় থানার পুলিশ বাহিনী ও এসডিপিও। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply