সমাপ্ত হল মেদিনীপুরে প্রথম শাওলিন কুংফু প্রতিযোগিতা, নির্বাচিতরা যাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায়

সমাপ্ত হল মেদিনীপুরে প্রথম শাওলিন কুংফু প্রতিযোগিতা, নির্বাচিতরা যাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায়

মেদিনীপুর শহরে প্রথমবার অনুষ্ঠিত হল শাওলিন কুংফু প্রতিযোগিতা। তরুণ সংঘ ব্যায়ামাগারের সহায়তায় নিয়ুদ্ধ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে ২১ শে জানুয়ারি মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে সূচনা হয়ে প্রথম ন্যাশেনাল শাওলিন কুংফু চ্যাম্পিয়নশিপ ও ইন্টারন্যাশেনাল সিলেকশন ২০২৩ সমাপ্ত হয় ২৩ শে জানুয়ারি।

স্পোর্টস কমপ্লেক্সে এই আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় ৭ টি রাজ্যের মোট ১৭০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের উদ্যোক্তা কুংফু মাস্টার ও কম্যান্ডো ট্রেনার মুম্বাইবাসী তপন পন্ডিতের বক্তব্য, মহিলাদের আত্মরক্ষা ও স্বনির্ভরতার জন্য কুংফু শিক্ষা গুরুত্বপূর্ণ। মেদিনীপুরের ছোটদের কুংফুর প্রতি আগ্রহ গড়ে তোলাই এই আয়োজনের লক্ষ্য৷ মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গ সহ ৭ টি রাজ্য ছাড়াও ভারতবর্ষের বাইরে নেপাল বাংলাদেশের মতো অন্যান্য দেশের প্রতিযোগীরাও অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতা থেকে দক্ষ কিছু প্রতিযোগীকে বেছে নেওয়া হবে যারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতায় প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ, দ্বিতীয় ত্রিপুরা, তৃতীয় উত্তর প্রদেশ

আরও পড়ুন:  জঙ্গলমহল উৎসব শুরু, মেদিনীপুর কলেজ ময়দানে চলবে শুক্রবার পর্যন্ত

সোমবার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতি, তরুণ সংঘ ব্যায়ামাগারের সভাপতি শান্তুনু চক্রবর্তী, নন্দলাল ভকত, সমাজসেবী গোপাল সাহা সহ সকল উদ্যোক্তা ও প্রতিযোগীরা। সমগ্ৰ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সমাজসেবী শংকর মাঝি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ