BRAKING NEWS

মেদিনীপুরে পালিত হল জাতীয় ভোটার দিবস

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
সারা দেশের মতোই বুধবার মেদিনীপুরেও পালিত হল জাতীয় ভোটার দিবস। পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসকের দপ্তরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ভোটার সংখ্যা ৩৯ লক্ষ ৪১ হাজার ৭৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৯ লক্ষ ৮৯ হাজার ৯৮১ জব এবং মহিলা ভোটার ১৯ লক্ষ ৫১ হাজার ৭৫৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫১জন। এই দিনের অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েষা রানি, অতিরিক্ত জেলাশাসক লক্ষ্মণা পেরুমল, জেলা পরিষদের সচিব মনমোহন ভট্টাচার্য্য প্রমুখ জেলা দফতরের আধিকারিকরা। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজিত হয়। বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

মেদিনীপুরে আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, উদ্যোগে প্রেস ক্লাব