জেলমুক্ত নেতাইকান্ডে অভিযুক্ত ডালিম পাণ্ডে ও তপন দে, শীঘ্রই মুক্ত হবেন অনুজ পাণ্ডে

জেলমুক্ত নেতাইকান্ডে অভিযুক্ত ডালিম পাণ্ডে ও তপন দে, শীঘ্রই মুক্ত হবেন অনুজ পাণ্ডে

 

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
মেদিনীপুর সংশোধনাগার থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পেলেন নেতাই কাণ্ডের অন্যতম অভিযুক্ত ডালিম পাণ্ডে ও তপন দে। শীঘ্রই জেলমুক্ত হবেন জামিন পাওয়া অপর অভিযুক্ত অনুজ পাণ্ডে।

২০১১ সালের ৭ ই জানুয়ারি নেতাই গ্রামে গুলি চলে গ্রামবাসীদের উপর। মৃত্যু হয় ৯ জনের। অভিযোগ ওঠে সিপিআইএম নেতা রথিন দণ্ডপাটের বাড়ি থেকে গুলি চালানো হয়েছিল। আদালতের নির্দেশে সিবিআই ২০১৩ সালে তদন্তের ভার নিয়ে মোট ২০ জন সিপিএম নেতা কর্মীর নামচার্জশিট দেয়। গত বছরের জুলাই মাসে কলকাতা হাইকোর্ট পিন্টু রায় ও গণ্ডিবন রায়কে জামিন দিয়েছিল। এরপর আগস্ট মাসে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ফুল্লরা মণ্ডলের জামিন মঞ্জুর করে। ডিসেম্বরে কলকাতা হাইকোর্টে চণ্ডীচরণ করণের জামিন মঞ্জুর করে। এরপর সিপিআইএম নেতা অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডে ও তপন দের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:  ‘মমতার পুলিশ’ ও মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর, বার্তা সিপিএম’কেও

মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জামিনের কপি পৌঁছানোর পরেই আসামীদের জেলমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার মুক্ত হলেন ডালিম পাণ্ডে ও তপন দে। সিপিএম কর্মীরা তাঁদের ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। অনুজ পাণ্ডের জামিনের কাগজপত্র প্রস্তুত শেষ হলে তিনিও ছাড়া পাবেন। জেল মুক্ত হয়ে ডালিম পাণ্ডে সাংবাদিকদের বলেন, “পুরো মামলাই মিথ্যা, চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল।” জেলবন্দি অন্যান্য সিপিএম নেতাকর্মীদের সম্পর্কে তিনি জানিয়েছেন, “শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রত্যেকেই ছাড়া পাবেন।” দল সবসময় পাশে ছিল বলে জানিয়ে পুনরায় সক্রিয় রাজনীতিতে ফিরে আসার ইচ্ছা ব্যক্ত করেছেন ডালিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ