BRAKING NEWS

Nandakumar : কামারদায় জাতীয় সড়ক অবরোধ, খাল সংস্কার না হওয়ার প্রতিবাদ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার কালিকা খালির অন্তর্গত কামারদা থেকে পিয়াদা পর্যন্ত খাল। তারই প্রতিবাদে বুধবার সকালে নন্দকুমার থানার কামারদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় গ্রামবাসীরা।

কামারদা থেকে পিয়াদা পর্যন্ত খালের জলের উপর নির্ভরশীল নন্দকুমার থানার বেশ কয়েকটি গ্রামের চাষবাস। এলাকাবাসীর অভিযোগ, খালের পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু গাছ সরকারি উদ্যোগে কাটা হয়েছে। কিন্তু খাল সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি সরকারি আধিকারিকদের তরফে। ফলে জলের অভাবে চাষের কাজে সমস্যা হচ্ছে। গ্রামবাসীদের আরও অভিযোগ, একাধিকবার সরকারি স্তরে খাল সংস্কারের আবেদন জানালেও কোনো পদক্ষপ নেওয়া হয়নি। প্রতিবাদে বুধবারে কামারদায় জাতীয় সড়ক অবরোধ করেন পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা।

বুধবার গ্রামবাসীদের অবরোধে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে নন্দকুমার থানার পুলিশ। পদক্ষেপের আশ্বাসে চাষিরা অবরোধ প্রত্যাহার করেন।