কল সব বিকল, নেই পানীয় জল! ২০২৩ এও বঞ্চিত পাঁশকুড়ার জগৎপুরের বাগানপাড়া

কল সব বিকল, নেই পানীয় জল! ২০২৩ এও বঞ্চিত পাঁশকুড়ার জগৎপুরের বাগানপাড়া

 

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
গ্রামে আছে পানীয় জলের টিউবকল, কিন্তু তা বছরের পর বছর বিকল। ২০১৮ সালে সজল ধারা প্রকল্পে ঘরে ঘরে জলের ট্যাপও বসেছে। কিন্তু সেই ট্যাপে জল আসে না। এই আধুনিক সময়েও ৪০ টি পরিবারের মানুষজন পুকুরের জল ফুটিয়ে তেষ্টা মেটাচ্ছেন, সেই জলেই চলছে রান্নাবান্না। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জগতপুর বাগানপাড়া এলাকার।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ তিন বছর ধরে তাঁদের এলাকায় পানীয় জল অমিল। টিউবকল বিকল, সজল ধারার ট্যাপে জল নেই। ফলে বছরের পর বছর ধরে পুকুরের জলই ব্যবহৃত হচ্ছে পানীয় জল হিসেবে। ফুটিয়ে সেই জল ব্যবহার করা হচ্ছে। ফলে শিশু সহ প্রাপ্তবয়স্কদের পেটের রোগ নিত্যনৈমিত্তিক ঘটনা। এলাকার চল্লিশটি পরিবার পানীয় জল থেকে বঞ্চিত। অভিযোগ, একাধিকবার প্রশাসনকে জানিয়েছেও হয়নি সুরাহা।

রাজ্যে শিয়রে পঞ্চায়েত ভোট। শুরু হয়ে গিয়েছে, শাসক বিরোধী রাজনৈতিক প্রচার সভা, সুরক্ষা কবচ কর্মসূচি, দলবদলের পালা। কিন্তু রাজনৈতিক তরফার মাঝে নিত্যপ্রয়োজনীয় পানীয় জল থেকেই বঞ্চিত হয়ে সুরাহার অপেক্ষায় পাঁশকুড়ার জগতপুর বাগানপাড়া এলাকার বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ