মেদিনীপুরের ৮ নম্বর ওয়ার্ড সূর্য ডুবলেই ঘুটঘুটে অন্ধকার, পথবাতির দাবি এলাকাবাসীর

 

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ড। সূর্যনগর হয়ে ৬০ নম্বর জাতীয় সড়কে যাওয়ার পুনঃনির্মিত রাস্তা। সেই রাস্তার বেশ কিছু এলাকা সূর্য ডুবলেই ঘুটঘুটে অন্ধকার। নেই পথবাতি। এমনকি অভিযোগ উঠেছে নেশার আসরেরও। অবিলম্বে নিরাপত্তার প্রয়োজনে পথবাতির দাবি এলাকাবাসীর।

বেশ কয়েক বছর ধরে বেহাল ছিল মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডে সূর্যনগর হয়ে ৬০ নম্বর জাতীয় সড়কে যাওয়ার রাস্তাটি। গত বছর পুজোর পর রাস্তার পুনঃনির্মাণের কাজ শুরু হয়। ডিসেম্বরের ৯ তারিখ পুনঃনির্মিত রাস্তার উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া। কিন্তু এই গুরুত্বপূর্ণ রাস্তার জায়গায় জায়গায় নেই পথবাতি। জাতীয় সড়ক থেকে হবিবপুর প্রবেশের সময় বেশ কিছুটা রাস্তা সন্ধ্যা নামলেই অন্ধকার।

আরও পড়ুন:  “বঙ্গ বিজেপি নিশ্চিন্তে চুরি করতে দেবে না”, মানসের পাল্টা দিলেন দিলীপ ঘোষ

গ্রামবাসীদের বক্তব্য, আলো না থাকায় সমস্যায় পড়ছেন পথচারীরা। থাকছে অন্ধকারে দুর্ঘটনার আশঙ্কা। থাকছে অসামাজিক কার্যকলাপের আশঙ্কাও। রাস্তার শেষে একটি সেতুতে প্রায়শই নেশার আসর বসে বলেও অভিযোগ। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন এলাকার কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ