উপাচার্য নেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, ৬ জানুয়ারি থেকে খালি পদ

উপাচার্য নেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, ৬ জানুয়ারি থেকে খালি পদ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

সাতদিন অতিক্রান্ত। গত ৬ জানুয়ারি থেকে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে খালি উপাচার্যের পদ। এই পরিস্থিতিতে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে সমস্যায় পড়ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ২০২১ সালের ৫ জুলাই উপাচার্য হিসেবে অধ্যাপক রঞ্জন চক্রবর্তী-র মেয়াদ শেষ হয়৷ এরপর অস্থায়ী উপাচার্য হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শিবাজী প্রতিম বসু দায়িত্ব নেন। গত বছরের ৫ ই জানুয়ারি তাঁর কার্যকালীন মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়। সেই অনুযায়ী, অধ্যাপক বসুর অস্থায়ী উপাচার্য হিসেবে মেয়াদ নতুন বছরের ৫ ই জানুয়ারি শেষ হয়েছে। তারপর থেকে বিশ্ববিদ্যালয় উপাচার্য-বিহীন।

আরও পড়ুন:  Medinipur: স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মদিবস, পালিত হল জেলা শহরে

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে মামলা চলছে। যদিও আচার্য তথা রাজ্যপালের সঙ্গে রাজ্যের তরফে বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর সূত্রের৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ