Dilip Ghosh : “কামানোর সুযোগ না থাকলে ভেগে যাবে”, তৃণমূলের বিধায়ক-সাংসদদের কটাক্ষ দিলীপের

Dilip Ghosh : "কামানোর সুযোগ না থাকলে ভেগে যাবে", তৃণমূলের বিধায়ক-সাংসদদের কটাক্ষ দিলীপের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মঙ্গলবার খড়গপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের পরে তৃণমূলের তৃতীয় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা গ্রেপ্তার হয়েছে। সেই প্রসঙ্গেও কটাক্ষ ধেয়ে এলো বিজেপি সাংসদের তরফে।

দিলীপ ঘোষ এইদিন কটাক্ষের সুরে বলেন, “দিদি জানেন এই বিধায়ক সাংসদদের যতদিন কামানোর সুযোগ আছে, ততদিন এরা সঙ্গে থাকবে। যেদিন একটু এদিক-ওদিক হবে, সেদিনই ভেগে যাবে।” লোকসভায় বাংলা থেকে বিজেপি ৩৫টি আসন জিতলে তৃণমূলের সরকার ২০২৫ সালেই পড়ে যাবে বলে বীরভূমের সভায় দাবি করেছেন অমিত শাহ। সেই প্রসঙ্গে দিলীপের ব্যাখ্যা, “গত লোকসভায় ১৮টি আসন পেতেই ভিত নড়ে গিয়েছিল। দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছিল। একুশের ভোটের আগে ডজন ডজন নেতা-মন্ত্রী, বিধায়ক, সাংসদ ছুটে ছুটে বিজেপিতে আসছিলেন।”

আরও পড়ুন:  Medinipur : “কুড়মিদের এসটি ঘোষণা করা চলবে না”, দাবি নিয়ে জেলাশাসকের কার্যালয় ঘেরাও ভারত জাকাত মাঝি পারগানা মহলের

লোকসভা নির্বাচনবিধানসভা নির্বাচন একসঙ্গে হওয়ার সম্ভাবনা আছে কিনা, সেই বিষয়ে বলতে গিয়ে দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, “ভবিষ্যতে কী হবে তা দেখা যাবে। কিন্তু সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে পরিস্থিতি তৈরি হয়েছে, যদি লাইন দিয়ে বিধায়করা জেলে যান, তাহলে সরকার টিকবে কীভাবে?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ