চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
হাড়হিম চিত্রনাট্য রাতের মেদিনীপুরে! ডাক্তার বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে মেদিনীপুর সংলগ্ন ফুলপাহাড়ি এলাকা থেকে অপহৃত হন নার্সিং পড়ুয়া তরুণী। কয়েকঘন্টার ধরে ব্যাপক তল্লাশির পর অপহৃত তরুণীকে সুস্থ অবস্থাতেই উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, শহর মেদিনীপুরের উপকন্ঠে ফুলপাহাড়ি ড্যাম সংলগ্ন এলাকায় শুক্রবার বেড়াতে গিয়েছিলেন মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের এক হাউসস্টাফ ও তাঁর নার্সিং পাঠরতা বান্ধবী। অভিযোগ, সন্ধ্যা ৬ টা নাগাদ দুইজন দুষ্কৃতি তাঁদের উপরে চড়াও হয়। ঐ চিকিৎসককে বেধরক মারধরের পর রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তাঁর বান্ধবীকে অপহরণ করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঐ যুবক ডাক্তার নিজেই পাশের একটি গ্রামে গিয়ে এলাকাবাসীদের সাহায্য প্রার্থনা করেন। ঘটনার খবর পেয়েই, গুড়গুড়িপাল থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে, মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করেন।
তারপর রাত্রি আটটা-সাড়ে আটটা নাগাদ সময় থেকে নিখোঁজ তরুণীর সন্ধানে শুরু হয় তল্লাশি। জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা এলাকায় উপস্থিত হন। ঘন্টা ৩-৪ এর মধ্যেই আসে সাফল্য। পুলিশ জানিয়েছে, রাত্রি প্রায় ১২টা নাগাদ ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ভগবতীচক এলাকায় নির্জন ও জঙ্গল সংলগ্ন একটি বাড়ি থেকে সুস্থ অবস্থায় ঐ অপহৃত তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুষ্কৃতিদের খোঁজ চলছে।