Kharagpur : বাহানগা স্টেশনের দুর্ঘটনার তদন্তে রেলওয়ে সেফটি কমিশনার

Kharagpur : বাহানগা স্টেশনের দুর্ঘটনার তদন্তে রেলওয়ে সেফটি কমিশনার

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

গত শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বাহানগা বাজার স্টেশনে শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ওড়িশার বালেশ্বর থেকে ২০ কিমি দূরে দুর্ঘটনার কবলে পড়ে লাইনচ্যুত হয়। রেল সূত্রে ২৮৮ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। রেলের তরফে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে। অপর দিকে রেলের তরফেও তদন্ত চলছে। সোমবার খড়গপুরে মাল্টি ডিসিপ্লিনারি জোনাল ট্রেনিং ইন্সটিটিউট সেন্টারে দক্ষিণ পূর্ব রের সেফটি কমিশনার এ.এম চৌধুরীর তত্ত্বাবধানে শুরু হল তদন্ত।

আরও পড়ুন:  Odisha Train Accident : সিবিআই তদন্তের সুপারিশ রেলের, ‘ঘটানো হয়েছে’ ঘোষণা রেলমন্ত্রীর

জানা গিয়েছে, এইদিন মূলত দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের ডাকা হয়েছে। সেই সঙ্গে ঐ সময়ে নির্দিষ্ট এলাকায় কর্তব্যরত রেলকর্মীদের তলব করা হয়েছে। চাওয়া হয়েছে নথিপত্র৷ সোমবার ও আগামী দুই দিন খড়গপুরে জিজ্ঞাসাবাদ পর্ব চলবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  Coromandel Express : বালেশ্বর যাচ্ছেন মোদী, কপ্টারে রওনা মমতার, অল্প আহতদের অর্থ সাহায্য রেলের

সিআরএস আনন্দ এম চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। সিগন্যালিং সিস্টেম, ইন্টারলোকিং সিস্টেম ব্যবস্থা সহ বহু বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত তদন্ত রিপোর্ট রেল বোর্ডের কাছে জমা দেওয়া হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ