BRAKING NEWS

বিবেকানন্দ জন্মজয়ন্তীতে মেদিনীপুরে প্রদর্শনী ফুটবল ম্যাচ

বিবেকানন্দ জন্মজয়ন্তীতে মেদিনীপুরে প্রদর্শনী ফুটবল ম্যাচ, GNE BANGLA

জাতীয় যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে মেদিনীপুর যুবসংঘ মাঠে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজিত হল মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে।

এইদিনের প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করেছিল ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফ.সি’ ও ‘মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেস একাদশ’। ‘মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেস একাদশ’ ৫-২ গোলে জয়ী হয়। ম্যাচের ‘সেরা ফুটবলার’ হন দীপ কুন্ডু ও সেরা গোলকিপার আইজাক আলি খান। উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, উপ-পৌরপ্রধান অনিমা সাহা, পৌরসভার সি.আই.সি তথা কাউন্সিলর সুসময় মুখার্জি প্রমুখরা। যুবসমাজকে খেলাধুলার মূল স্রোতে ফিরিয়ে আনতে ও নেশামুক্ত সমাজ গড়ে তুলতেই যুব দিবসে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

স্কুলে স্কুলে রুবেলা হামের ভ্যাকসিন, দেওয়া হল ঝরিয়া জুনিয়র হাই স্কুলেও