BRAKING NEWS

Organic Colour : শাকসবজি থেকে ভেষজ আবীর, পলাশী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের উদ্যোগ

Organic Colour : শাকসবজি থেকে ভেষজ আবীর, পলাশী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের উদ্যোগ, GNE BANGLA

সামনেই দোলপূর্ণিমা। রং-এর উৎসবের আগে অভিনব উদ্যোগ পলাশী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের। বিভিন্ন ধরনের শাকসবজি থেকে ভেষজ আবীর তৈরি করল তারা।

ধনেপাতা, পালং শাক, বিট ,গাজর, কাঁচা হলুদ, পুঁই এর পাকা বীজ প্রভৃতি থেকে বের করা হচ্ছে রস। তার সঙ্গে মিশছে এরারুট। তৈরি হচ্ছে ভেষজ আবীর। এমনই অভিনব উদ্যোগ মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের ছোটছোট পড়ুয়াদের। গত বছরেও স্কুলের শিক্ষকদের সাহায্যে তারা ভেষজ আবীর তৈরি করেছিল। এবারেও ভেষজ আবীর তৈরি করে দোলের আগেই স্কুলের টিফিন পিরিয়ডে রঙ খেলায় মাতলো তারা।

National Science Day : হিজলী কলেজে পালিত হল জাতীয় বিজ্ঞান দিবস