সারা দেশে দ্রুত গতিতে বাড়ছে করোনার প্রকোপ। রাজ্যেও ব্যতিক্রম নয়। তারই মধ্যে গতকাল রাজ্যে জারি হয়েছে একাধিক করোনাকালীন বিধিনিষেধ। একের পর এক মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এবার করোনা আক্রান্ত হলেন দেশের অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি-র কর্মী এবং পড়ুয়া নিয়ে মোট ৩১ জন।
- Advertisement -
জানা গিয়েছে, করোনা আক্রান্ত পড়ুয়াদের আইআইটি ক্যাম্পাসের স্যার আশুতোষ মুখার্জি হলে আলাদা ভাবে রাখা হয়েছে। তাঁদের নির্দিষ্ট আবাস হল থেকে খাবার সরবরাহ করা হচ্ছে। চলছে চিকিৎসাও। আইআইটি-র রেজিস্টার তমাল নাথ জানিয়েছেন, ক্যাম্পাসের কারো উপসর্গ আছে সন্দেহ হলেই নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হচ্ছে।