BRAKING NEWS

Belda : আউটডোর পরিষেবা শুরু হল বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

অবশেষে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নবনির্মিত ভবনে চালু হল আউটডোর পরিষেবা। হাসপাতাল কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা মতই সোমবার নতুন ভবনে আউটডোর পরিষেবা দেন স্ত্রীরোগ, দাঁত, জেনারেল মেডিসিন বিভাগের চিকিৎসকরা।

গত ১৬ ফেব্রুয়ারি মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবনির্মিত বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করেন। পুরাতন ভবন থেকে আউটডর বিভাগ সরিয়ে এনে পরিষেবা শুরু করতে কয়েকদিন সময় লাগবে বলে আগেই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ৷ সেই ঘোষণা মতই সোমবার থেকে নতুন ভবনে আউটডোর পরিষেবা চালু করা হল।

Keshpur : নাবালিকার বিয়ে আটকালো কন্যাশ্রী ক্লাব, প্রশংসায় এলাকাবাসী

বেলদা গ্রামীণ হাসপাতালে প্রতিদিন চিকিৎসার জন্য গড়ে ১৫০-১৬০ জন রোগী আসেন। সোমবার সুপার স্পেশালিটিতে নথিভুক্ত রোগীর সংখ্যা ২৬৩ জন ছিল। যা কিছুটা বেশি। যদিও এক্স রে সহ অন্যান্য পরিষেবা এখনও শুরু করা সম্ভব হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, সমস্ত পরিষেবা চালু করতে কিছুদিন সময় লাগবে। বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পরিষেবা চালু হওয়ার ফলে নারায়ণগড় ব্লক এলাকার পাশাপাশি দাঁতন ও কেশিয়াড়ির মানুষজন উপকৃত হবেন।

National Congress Medinipur : পঞ্চায়েত নির্বাচনে বাম-কংগ্রেস জোট হচ্ছে না মেদিনীপুরে