চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে পঞ্চায়েত ভোট নিয়ে দলীর কর্মীদের বার্তা দিলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা। বলেন, “চাইলেই প্রার্থী হওয়া যাবে না!” সেই সঙ্গে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের মহিলাদের সম্পর্কে ‘সূর্পনখা’ মন্তব্যেরও নিন্দা করেন তিনি।

সোমবার রাতে মেদিনীপুর জেলা তৃণমূলের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা। আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে দলীয় কর্মীদের তাঁর বার্তা, চাইলেই প্রার্থী হওয়া যাবে না। এইদিন দলের সমস্ত জেলা সভাপতিদের নিয়ে ভিডিও কনফারেন্স বৈঠক করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তারপরেই সুজয়বাবু সাংবাদিক বৈঠকে জানান, “পঞ্চায়েত ভোটে তিনটি স্তরে কারা কারা প্রার্থী হবেন, রাজ্য নেতৃত্ব তা ঠিক করবে। এই নিয়ে জেলার কিছু করার নেই।”

জনপ্রিয় খবর:  Medinipur Death Certificate : "মৃত্যুর সাফল্য কামনা!" অদ্ভুত শংসাপত্র গ্রাম পঞ্চায়েতের

অন্যদিকে মহিলাদের নিয়ে বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়র করা মন্তব্যেরও নিন্দা করেন সুজয় হাজরা। হনুমান জয়ন্তীর এক অনুষ্ঠানে বিজয়বর্গীয় বলেছিলেন, “যেসব মহিলা নোংরা পোষাক পড়েন তাঁরা সূর্পনখার মতো। কিছু মহিলা এমনই খারাপ পোশাক পরেন যে তাঁদের মধ্যে দেবীরূপ দেখা যায় না।” এই প্রসঙ্গে সুজয়বাবুর কটাক্ষ, “বিজেপির এ’টি নারীবিদ্বেষী, নারীদের অসম্মান করা, নারীদের ছোট করে দেখা এবং পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থাকে শক্তিশালী করার মানসিকতা!” তিনি আরও বলেন, যেভাবে কৈলাস বিজয়বর্গীয় মহিলাদের অসম্মান করেছেন তার প্রতিবাদে জেলা জুড়ে শীঘ্রই আন্দোলন করবে তৃণমূল।

জনপ্রিয় খবর:  Medinipur : অলক্ষ্যে জিমন্যাস্টিকসে নিজেদের গড়ে তুলছে কিছু কচিকাঁচা, উদ্যোগে নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়