চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

জেলাবাসীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তাঁদের অভাব অভিযোগ শুনতে এবার ‘জনতার দরবার’ শুরু করতে চলেছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরী। ১৫ দিন অন্তর মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরে বসবে এই দরবার।

এতদিন জেলাশাসকের কাছে নিজেদের অভাব অভিযোগ জানাতে জেলাবাসীকে মুখবন্ধ খামে চিঠি লিখে পাঠাতে হতো। বিডিও বা এসডিও মারফত তা পৌঁছাতো জেলাশাসকের দপ্তরে। এবার সেই দীর্ঘসূত্রতার অবসান করে সরাসরি জেলাবাসীর সমস্যা, অভাব-অভিযোগের সমাধান করতে মাসে দুইবার নিজের দপ্তরে জনতার মুখোমুখি হবেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরী। তিনি ছাড়াও জনতার দরবারে থাকবেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। জেলাশাসকের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন জেলাবাসীরা।

জনপ্রিয় খবর:  Kharagpur : রেলের হাতিগোলা আন্ডারপাসের উদ্বোধন, যানজট যন্ত্রণা থেকে রেহাই শহরবাসীর