চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রাজ্য নেতৃত্বের নির্দেশে বুধবার তৃণমূলের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা কমিটি ঘোষিত হল জেলা তৃণমূল নেতৃত্বের তরফে। এদিন দুপুরে সাংবাদিক বৈঠকে তৃনমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কার্যালয়ে দলের নতুন জেলা কমিটির ঘোষণা করেন তৃণমূলের জেলা চেয়ারম্যান দীনেন রায়।

নতুন জেলা কমিটিতে পুনরায় সভাপতি হয়েছেন সুজয় হাজরা। ৯ জন সহ সভাপতি, ১৬ জন সাধারণ সম্পাদক, ১৮ জন সম্পাদক, ১৬ জন সদস্য সহ মোট ৫০ জনের জেলা তৃণমূল কমিটি ঘোষনা করা হয় এদিন। তাছাড়াও কোষাধ্যক্ষ পদে আইনজীবী মৃনাল কান্তি চৌধুরী নির্বাচিত হয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজয় হাজরা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, বিধায়ক পরেশ মুর্মু প্রমুখরা। পাশাপাশি আজ মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ ৪৪ জনের তৃণমূল যুব জেলা কমিটির ঘোষণাও করেন।

জনপ্রিয় খবর:  Medinipur : প্রয়োজনে তলোয়ার হাতে চৌরাস্তায় দাঁড়ানোর হুঁশিয়ারি, রামনবমী নিয়ে হুঙ্কার দিলীপ ঘোষের

অন্যদিকে একই দিনে ঘোষিত হল তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার জেলা কমিটি। দুই সাংগঠনিক জেলার কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি, ঘাটাল সাংগঠনিক জেলা চেয়ারম্যান অমল পান্ডা, সভাপতি আশীষ হুদাইত সহ ৪ জন সহ সভাপতি, ৬ জন সাধারণ সম্পাদক, ৯ জন সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ, ১৬ জন সদস্য সহ মোট ৪০ জনের কমিটি গঠন ঘোষিত হয়েছে। সাংবাদিক বৈঠকে কমিটির ঘোষণা করেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশীষ হুদাইত। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ জারিনা বিবি ও কণিকা মান্ডি সহ অন্যান্য শাখা সংগঠনের পদাধিকারীরা।

জনপ্রিয় খবর:  Kurmi Train Cancelled : ৯ এপ্রিল রবিবার বাতিল ৯৫টি ট্রেন, কুড়মি আন্দোলনে স্তব্ধ জঙ্গলমহল