চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মৃত্যুর অদ্ভুত শংসাপত্র দেওয়া হল পশ্চিম মেদিনীপুরের এক গ্রাম পঞ্চায়েতের তরফে। সেই শংসাপত্রে মৃত ব্যক্তির ‘মৃত্যুর সাফল্য কামনা’ করা হয়েছে। সেই শংসাপত্রের প্রতিলিপি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত পাথরা গ্রাম পঞ্চায়েতের তরফে গত ০৩.০২.২০২৩ তারিখে দেওয়া হয়েছে একটি মৃত্যুর শংসাপত্র। পঞ্চায়েত প্রধানের স্বাক্ষরিত শংসাপত্রে গত ৩১.১২.২০২২ তারিখে মৃত তারকনাথ দোলই, পিতা লালু দোলই, গ্রাম সিজুয়া, পোস্ট জাগুল, থানা কোতোয়ালীর বাসিন্দা উক্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। এরপর লেখা হয়েছে, “উহার মৃত্যুর উন্নতি সাফল্য কামনা করি”!

জনপ্রিয় খবর:  Kurmi Rail Block: কুড়মিদের রেল অবরোধে স্তব্ধ রেল, জঙ্গলমহল অবরুদ্ধ

সমাজমাধ্যমে এই শংসাপত্র ভাইরাল হতেই উঠেছে হাস্যরোল। ভেসে এসেছে কটাক্ষও। যদিও এই ভাইরাল শংসাপত্রের সত্যতা যাচাই GNE Bangla- র তরফে করা হয়নি৷