চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
শিক্ষাক্ষেত্র হোক বা ক্রীড়াক্ষেত্র মেদিনীপুর বরাবরই উজ্জ্বল। এবার আন্তর্জাতিক স্তরে পুনরায় দেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন পশ্চিম মেদিনীপুর জেলার সাঁতারু ও ক্রীড়াবিদরা৷ ওয়ার্ল্ড মাষ্টার্স এ্যকোয়াটিক চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছেন জেলার ৩ জন সাঁতারু। সেই সঙ্গে বয়ষ্কদের আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন জেলার ৯ জন বয়স্ক ক্রীড়াবিদ।
আগামী ২ রা আগষ্ট থেকে ১১ ই আগষ্ট জাপানে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড মাষ্টার্স এ্যকোয়াটিক চ্যাম্পিয়নশিপ। সেই প্রতিযোগিতায় অংশ নেবেন মেদিনীপুর সুইমিং ক্লাবের তিন সাঁতারু ডঃ অদ্রীব মিত্র, দীপ শেখর কর ও জিৎ শেখর কর। সেই সঙ্গে আগামী ১৯ আগষ্ট থেকে ২১শে আগষ্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে বয়ষ্কদের আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা। ঐ প্রতিযোগিতায় জেলা থেকে ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে চলেছেন।
প্রতিযোগীরা জাপান ও শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে মেদিনীপুর তরুণ সংঘ ক্লাবের তরফে তাঁদের সম্বর্ধনা ও শুভেচ্ছা জানানো হল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ সংঘ ব্যায়ামাগারের তরফে তপন ভকত, নন্দ ভকত, জেলা স্পোর্টস এসোসিয়েশনের সম্পাদক সঞ্জিত তোরই, সমাজসেবী প্রসেনজিৎ সাহা, লায়ন্স ক্লাবের তরফে উদয় রঞ্জন পাল প্রমুখরা।