BRAKING NEWS

Medinipur Train Accident : ট্রেনের কাপলিং খুলে বিপত্তি, পুরীগামী ট্রেনে আতঙ্ক পশ্চিম মেদিনীপুরে

পশ্চিম মেদিনীপুরের নেকুড়সেনি স্টেশনে মধ্যরাতে ছড়ালো আতঙ্ক। হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের কাপলিং খুলে গিয়ে বিপত্তি। কামরা ফেলেই এগিয়ে গেল ইঞ্জিন। যদিও ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার মত ঘটনা ঘটেনি।

ট্রেনের যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নির্ধারিত সময়ে হাওয়া থেকে যাত্রা শুরু করেছিল হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। রাত ১ টার পরে নেকুড়সেনি স্টেশনে ঢোকার আগে ট্রেনের কাপলিং খুলে যায়৷ দুটি কামড়া ফেলে রেখেই এগিয়ে যায় ইঞ্জিন। বেশিরভাগ যাত্রী ঐ সময়ে ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরেই তৎপর হয়ে ওঠেন রেল কর্মীরা। দুর্ঘটনাগ্রস্থ কামরা থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। নতুন বগি এনে চলে মেরামতির কাজ। কাজ সম্পূর্ণ হলে প্রায় ৫ ঘন্টা পরে সকাল ৬ টা নাগাদ পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস।

 

Leave a Reply