BRAKING NEWS

Shalboni : দুয়ারে রেশন প্রকল্পের ক্যাম্প পরিদর্শন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডির

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

এসেছিল একাধিক অভিযোগ। তাই খাদ্য দফতরের প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকে দুয়ারে রেশন প্রকল্পের ক্যাম্প পরিদর্শন করলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি। সেই সঙ্গে রেশন ডিস্ট্রিবিউটরদের গোডাউনও খতিয়ে দেখেন তিনি।

জানা গিয়েছে, রেশন ডিলার এবং ডিস্ট্রিবিউটারদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে৷ শুক্রবার তাই নিজেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে শালবনী ব্লকের দুয়ারে রেশন ক্যাম্পে পর্যবেক্ষণে যান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি। তাঁর সঙ্গে ছিলেন খাদ্য দফতরের আধিকারিকরাও। পর্যবেক্ষণ করা হয় ডিস্ট্রিবিউটারদের গোডাউনেও। এরপর সরকারি ধান্যক্রয় কেন্দ্রগুলোতে পরিদর্শন করেন তিনি। খতিয়ে দেখা হয় সরকারি নিয়ম অনুযায়ী সঠিক ভাবে চাষিদের থেকে ধান ক্রয় করা হচ্ছে কিনা।

Medinipur : রাজ্য সরকারি কর্মচারী হয়েও তৃণমূলের পদাধিকারী, জেলাশাসকের কাছে অভিযোগ বিজেপির