BRAKING NEWS

পিংলা উৎসবের উদ্বোধন, ৮ দিন ধরে পিংলা মাঠে চলবে উৎসব

পিংলা উৎসবের উদ্বোধন, ৮ দিন ধরে পিংলা মাঠে চলবে উৎসব, GNE BANGLA

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পিংলা মাঠে পিংলা উৎসবের উদ্বোধন হল উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি ।এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

উদ্বোধনের শুরুতে হয় পথসভা। সম্প্রীতির মিছিলে হাঁটেন উৎসব কমিটির সদস্যবৃন্দ, এলাকাবাসীরা। আগামী ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। সম্প্রীতির ও মেলবন্ধনের এই উৎসবে কলকাতা থেকে এসে বিভিন্ন শিল্পী অংশগ্রহণ করবেন।

'পুরভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়েছেন খোদ বিধায়িকা জুন', মেদিনীপুরে অভিযোগ প্রার্থী সংঘমিত্রার