BRAKING NEWS

রাস্তা আটকে চাঁদা তোলার অভিযোগ, গ্রেপ্তারির বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার হেমতপুর এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে রাস্তা আটকে জোরপূর্বক চাঁদা তোলার অভিযোগ উঠেছিল। তারই প্রেক্ষিতে একজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তির মুক্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামলেন এলাকার মানুষজন।

জানা গিয়েছে, ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের হেমতপুর এলাকায় পণ্যবাহী ট্রাক আটকে চাঁদা আদায় চলছিল বেশ কিছুদিন ধরেই৷ চলছিল জোরপূর্বক চাঁদা আদায়ও। সমস্যায় পড়ছিলেন ট্রাকচালক, গাড়ি চালকরা। অভিযোগ পেয়ে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে। কিন্তু তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আটক হওয়া ব্যক্তির মুক্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মানুষজন। অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। তৈরি হয় যানজট। ক্ষীরপাই ফাঁড়ি থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পশ্চিম মেদিনীপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল, খতিয়ে দেখবেন আবাস যোজনার দুর্নীতির অভিযোগ