Paschim Medinipur : হাতির জন্য আলাদা করিডর, বর্ষার আগে রাস্তা মেরামত নিয়ে বার্তা জেলাশাসকের

Paschim Medinipur : হাতির জন্য আলাদা করিডর, বর্ষার আগে রাস্তা মেরামত নিয়ে বার্তা জেলাশাসকের

জেলায় জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে হবে হাতির করিডর, বসবে ইলেকট্রিক ফেন্সিং, বর্ষার আগেই মেটানো হবে রাস্তাশ্রী প্রকল্পে বেহাল রাস্তা গুলির মেরামত। সাংবাদিক বৈঠকে একাধিক উন্নয়নমূলক বার্তা দিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী।

এইদিন নিজের দপ্তরে সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক। পশ্চিম মেদিনীপুরঝাড়গ্রামে সাম্প্রতিক সময়ে একাধিক হাতির আক্রমণের ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে একাধিক ও আহত হয়েছেন অনেকে। সেই নিয়ে ডিএফও র সঙ্গে তিনি আলোচনা করেছেন বলে জানান জেলাশাসক। দ্রুত হাতি করিডর, জঙ্গল নিকটস্থ গ্রামগুলিতে ইলেকট্রিক ফেন্সিং বসানো হবে বলে জানিয়েছেন তিনি। তবে জন সচেতনতার বার্তা দিলেন জেলাশাসক। হাতিকে উত্যক্ত করা বা হাতি আশেপাশে জন সমাগম থেকে বিরত থাকা উচিৎ বলে তাঁর অভিমত।

আরও পড়ুন:  Elephant Attack : খুনে হাতির আতঙ্ক মেদিনীপুর ও ঝাড়গ্রামে, সোমবার জখম দুই জন

রাস্তাশ্রী প্রকল্পে নতুন রাস্তা তৈরি ও পুরাতন রাস্তাগুলি দ্রুত মেরামত হবে বলে জানিয়েছেন জেলাশাসক। সরকারি আধিকারিকরা রাস্তার কাজে সঠিক গুণমানের কাঁচামাল ব্যবহার ও নির্দিষ্ট সময়ের মধ্যে বর্ষার আগেই কাজ সম্পন্ন করা নিশ্চিত করবেন। ভবিষ্যৎশ্রী প্রকল্প শুরু হতে চলেছে বলেও জানান জেলাশাসক৷ এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ক্ষেত্রে ব্যবসার জন্য উৎসাহীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক থেকে ঋণ পাবেন রাজ্যের সহায়তায়। এতে ১০% পর্যন্ত ছাড় দেবে রাজ্য। এবং সম্পূর্ণ ঋণে কোনো সম্পত্তি জামিন লাগবে না। শুরু দুয়ারে সরকার ক্যাম্পও। জেলায় সবচেয়ে বেশি প্রায় ৫৩০০ ক্যাম্প সংঘটিত হবে। আদিবাসী অধ্যুষিত অনুন্নত এলাকাগুলিতে ক্যাম্পে অধিক গুরুত্ব দেওয়া হবে। আবেদন জমা পড়লে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন জেলাশাসক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ