BRAKING NEWS

Medinipur : শহরে প্রোমোটাররাজ! পুকুর ভরাট করে জমি বিক্রির চেষ্টার অভিযোগ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুরে পুনরায় প্রমোটাররাজের অভিযোগ উঠলো। এবার বেআইনি ভাবে পুকুর ভরাট করে জমি বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রোমোটারের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে, মেদিনীপুর সদর ব্লকের বাড়ুয়া এলাকায়। প্রশাসনের দ্বারস্থ হয়েছে এলাকাবাসীরা।

জানা গিয়েছে, মেদিনীপুর সদর ব্লকের বাড়ুয়া এলাকায় একটি পুকুর সম্প্রতি এক প্রোমোটারকে বিক্রি করেন পুকুরের মালিকেরা। স্থানীয় বাসিন্দারা জলাশয়টি ব্যবহার করেন। পুকুরটি কেনার সময় সংশ্লিষ্ট প্রোমোটার স্থানীয়দের জানিয়ে ছিলেন, জলাশয়টির সৌন্দর্যায়ন করা হবে এবং এলাকাবাসীরা পুকুরের জল ব্যবহারও করতে পারবেন।

Kurmi : জঙ্গলমহলে ১ এপ্রিল থেকে শুরু 'ঘাঘর ঘেরা', আন্দোলনের রূপরেখা নির্ধারণ কুড়মি সমাজের

কিন্তু স্থানীয়দের অভিযোগ, পুকুর ক্রয়ের পরে ঐ প্রমোটার বেআইনি ভাবে ট্রাকে করে মাটি এনে রাতের অন্ধকারে পুকুরটি ভরাট করছেন। পঞ্চায়েতে বারংবার জানিয়েও ফল না মেলায় এবার এলাকাবাসীরা প্রশাসনের দ্বারস্থ হলেন। মঙ্গলবার লিখিত ভাবে ডিএলআরও, বিএলআরও এবং ডিএম-এর কাছে অভিযোগ জানালেন তাঁরা।

Medinipur : শহরে বেপরোয়া টোটো, এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে পুলিশের পাশ দিয়েই পগারপার, আশঙ্কাজনক আহত