Paschim Medinipur : পথ অবরোধে উত্তাল কেশপুর, মন্ত্রী শিউলি সাহার বিরুদ্ধে বিক্ষোভ

Paschim Medinipur : পথ অবরোধে উত্তাল কেশপুর, মন্ত্রী শিউলি সাহার বিরুদ্ধে বিক্ষোভ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

দলেরই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বিক্ষোভ ও পথ অবরোধ তৃণমূল কর্মীদের। মন্ত্রী শিউলি সাহার বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন করে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুগবাসানে পথ অবরোধ যুব তৃণমূল কংগ্রেস কর্মী ও স্থানীয়দের।

রবিবার মুগবাসান গ্রাম পঞ্চায়েতের কেওটপাড়া শীতলা মন্দিরে পূজা দিয়ে শুরু দিদির দূত হিসেবে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি শুরু করেন মন্ত্রী শিউলি সাহা৷ কিন্তু মুখবাসনের পঞ্চায়েত অফিসে দলীয় কর্মীদের সঙ্গে মন্ত্রীর বৈঠক চলাকালীন কেশপুরের মুখবাসান বাজারে শুরু হয় বিক্ষোভ ও অবরোধ।

আরও পড়ুন:  Paschim Medinipur : বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ নারায়ণগড়ে, গুরুতর আহত ২ জন

বিক্ষোভকারীদের অভিযোগ, মন্ত্রীরা মুগবাসানে বন্যাবিধ্বস্ত বাড়িঘর পরিদর্শন করে গেলেও এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্তরা বাড়ি পাননি৷ আরও অভিযোগ, মন্ত্রী তথা এলাকার বিধায়ক হওয়া সত্ত্বেও শিউলি সাহা এলাকার অভাব-অভিযোগকে গুরুত্ব দেন না, এমনকি মন্ত্রীর সাথে দেখা করার জন্য গেলেও স্থানীয়দের পঞ্চায়েত অফিসে প্রবেশ করতেও দেওয়া হয়নি। অভিযোগ, ৯ কোটি টাকার জল প্রকল্প শুরু হলেও স্থানীয় মানুষ এখনও জল পাননি। যদিও অভিযোগ অস্বীকার করে মন্ত্রী শিউলি সাহার বক্তব্য, “তৃণমূলের একটি অশুভ শক্তি বিরোধীদের সাথে হাত মিলিয়ে এ ধরনের কাজকর্ম করছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ