BRAKING NEWS

HS Result : রাজ্যে পঞ্চম পুরুলিয়ার বড়গ্রামের অঙ্কিতা

উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পাশের হার ৮৯.২৫ শতাংশ। মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ৮৭ জন। সেই তালিকায় স্থান করে নিয়েছে পুরুলিয়ার নপাড়া স্কুলের কলা বিভাগের ছাত্রী অঙ্কিতা গঁরাই। ৪৯২ নম্বর পেয়ে পঞ্চম হয়েছে অঙ্কিতা।

এই বছর ছাত্রদের পাশের হার ৯১ শতাংশ এবং ছাত্রীদের ৮৬ শতাংশ। মেধাতালিকার ৮৭ জনের মধ্যে রয়েছে হুড়া থানার বড়গ্রামের বাসিন্দা অঙ্কিতাও। নপাড়া স্কুলের কলা বিভাগের এই ছাত্রী পঞ্চম স্থান অধিকার করেছে। এই স্থানে অঙ্কিতা ছাড়াও রয়েছে আরও চার জন পড়ুয়া। কৌস্তভ কুন্ডু – কাপসিত হাই স্কুল, ঋষিতা সিন্‌হা মহাপাত্র – নব নালন্দা শান্তিনিকেতন এইচএস স্কুল, দীপ্তার্ঘ্য দাস – বাজারপুর রামকৃষ্ণ হাই স্কুল, অনন্যা সামন্ত – বনকাপাশি এস এম হাই স্কুল। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯২।

Leave a Reply