Purulia : প্রথম হয়েও নেই সরকারি সম্বর্ধনা! পুরুলিয়ার ছাত্রীকে ‘সরকারি’ উপেক্ষা

Purulia : প্রথম হয়েও নেই সরকারি সম্বর্ধনা! পুরুলিয়ার ছাত্রীকে 'সরকারি' উপেক্ষা

তিনি ৫০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৪৯৫ নম্বর। শতাংশের বিচারে ৯৯ শতাংশ। সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য প্রথম। কিন্তু রাজ্য সরকার কর্তৃক আয়োজিত ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রদত্ত কৃতিদের সম্বর্ধনা সভায় নেই তাঁর আমন্ত্রণ। তিনি পুরুলিয়ার ছাত্রী সৃজন মণ্ডল। এই সংবাদ প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে শুরু হয়েছে বিতর্ক।

Purulia : প্রথম হয়েও নেই সরকারি সম্বর্ধনা! পুরুলিয়ার ছাত্রীকে 'সরকারি' উপেক্ষা

পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সিবিএসই বোর্ড, আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কৃতিদের রাজ্য সরকারের তরফে উপহার সহ সম্বর্ধনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু সেই তালিকায় স্থান হয়নি সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য প্রথম সৃজন মণ্ডলের। পুরুলিয়া শহরের মিশন রোড বাইলেনের বাসিন্দা সৃজন এই বছর পুরুলিয়ার এপিজিএন কনভেন্ট স্কুল থেকে ৯৯% নম্বর সহ সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রাজ্যের প্রথম সারির একাধিক সংবাদমাধ্যম সেই সংবাদ পরিবেশনও করেছে। স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রী কর্তৃক প্রদত্ত সম্বর্ধনা সভায় তাঁর আমন্ত্রণ পাওয়া ছিল প্রত্যাশিত। কিন্তু প্রত্যাশিত ঘটনার অপ্রত্যাশিত ঘটনাক্রমে উঠছে প্রশ্ন। সৃজনের বাবা সুকুমার মণ্ডল পেশায় ইংরাজির শিক্ষক এবং পুরুলিয়ার পরিচিত কবি ও পাখিরা লিটিল ম্যাগাজিনের সম্পাদক। দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি কন্যা সৃজনের রাজ্য সরকারের সম্বর্ধনা সভায় আমন্ত্রণ না পাওয়ার ঘটনা তুলে ধরেছেন। সেই সঙ্গে একজন কৃতি ছাত্রীর পিতা হিসেবে রাজ্য সরকারের এই অবহেলায় “দুঃখিত, ব্যথিত ও বিস্মিত” হয়েছেন বলে উল্লেখ করেছেন।
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid033sVAEA3nvtvSwA4UezP3rt9fGjAChfhQeyxzZrMx78gH6x9iQUBXis57T89LDnZXl&id=100002634888350&mibextid=Nif5oz
সাম্প্রতিক সময়ে জঙ্গলমহলের জেলাগুলিতে একাধিক সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করেছেন প্রশাসনিক সভা। শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে জঙ্গলমহলে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেছেন। কিন্তু সেই প্রত্যন্ত জঙ্গলমহলের আপাত ভাবে পিছিয়ে পড়া জেলা পুরুলিয়ার কৃতি ছাত্রী সৃজনের কৃতিত্বের প্রতি সরকারি অবহেলা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই আমন্ত্রণ না পাওয়ার কারণ নিয়ে সুকুমারবাবুর জিজ্ঞাসা, “তার কারণ কি শুধু এই যে, আমার কন্যা পুরুলিয়া নামক একটি ‘পিছিয়ে পড়া’ জেলার প্রতিনিধিত্ব করেছে?”

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ