- Advertisement -
পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলিতে রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। যদিও বৃষ্টির কারণে সাময়িক স্বস্তির সম্ভাবনা থাকলেও গরম জারি থাকবে বলে জানা গিয়েছে।
আগামী সপ্তাহে পাঁচ দিন রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে আগেই জানিয়েছে হাওয়া অফিস। রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। তারই মধ্যে রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ওড়িশার উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার প্রভাব পড়তে পারে জঙ্গলমহলের জেলাগুলিতে। যদিও রাজ্যের তাপমাত্রা এখনই কমার কোনো সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিনেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁতে পারে।