BRAKING NEWS

Heat Wave : জঙ্গলমহলে লাল সতর্কতা, শনিবার থেকে বৃষ্টির পূর্বাভাস

তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি রয়েছে। এক সপ্তাহ অতিক্রান্ত বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। তারই মধ্যে শনিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

এখনও দুইদিন তাপপ্রবাহ চলবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলার কয়েকটি এলাকায় পশ্চিমি ঝঞ্ঝার কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাত সোমবার পর্যন্ত চলবে। ফলে জঙ্গলবাসী দাবদাহ থেকে সাময়িক স্বস্তি পেতে পারেন।

 

Leave a Reply