শুক্রবারও মেদিনীপুরে বজায় থাকবে তাপপ্রবাহ। গতকাল তাপমাত্রা অতিক্রম করেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। তবে এইদিন বিকাল থেকে আবহাওয়া শীতল হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে সারা রাজ্য শীতল হতে অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত।

গত সপ্তাহ থেকে টানা তাপপ্রবাহে জর্জরিত দক্ষিণবঙ্গ৷ তাপমাত্রায় টানা প্রথম বাঁকুড়া৷ পরপর দুইদিন অতিক্রম করেছে ৪৪ ডিগ্রির গন্ডি। শুক্রবার দক্ষিণবঙ্গে সেই তাপপ্রবাহ বজায় থাকবে৷ শনিবার থেকে তাপপ্রবাহ কমার সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এইদিন সকালে বাঁকুড়ায় তাপপ্রবাহ চললেও বিকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতা, হাওড়া, হুগলী, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান ছাড়া অন্যান্য জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে শনিবার৷ রবিবার থেকে সমগ্র দক্ষিণবঙ্গ বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টিতে ভিজবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।