Kurmi Arrest : রাজেশ মাহাতো সহ গ্রেপ্তার ৫, কনভয়ে হামলার ঘটনায় তৎপর পুলিশ

Kurmi Arrest : রাজেশ মাহাতো সহ গ্রেপ্তার ৫, কনভয়ে হামলার ঘটনায় তৎপর পুলিশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়মন্ত্রী বিরবাহা হাঁসদার কনভয়ে হামলার ঘটনায় শনিবার গ্রেপ্তার হলেন কুড়মি আন্দোলনের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেশ মাহাতো। এর আগে শুক্রবার রাতে গ্রেপ্তার হয়েছিলেন ৪ জন। সব মিলিয়ে শুক্রবারের ঘটনায় গ্রেপ্তার হলেন ৫ জন।

শনিবার কুড়মি আন্দোলনের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেশ মাহাতোকে গ্রেপ্তার করে নয়াগ্রাম থানার পুলিশ। অন্যদিকে শুক্রবার রাতে গ্রেপ্তার হয়েছিলেন চারজন – অনিত মাহাতো, মোহিত মাহাতো, অজিত মাহাতো ও অনুপ মাহাতো। অনুপ মাহাতো আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের রাজ্য সভাপতি। ধৃত ঐ ৪ জনের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩৫৩, ৩৩২ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শনিবার ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শুক্রবারের ঘটনায় মোট ১৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ঝাড়গ্রাম থানা। এখনও পর্যন্ত গ্রেপ্তার হলেন ৫ জন।

শুক্রবার রাতে ঝাড়গ্রামের শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের একাধিক গাড়ি ও মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে জাতিসত্ত্বার দাবিতে আন্দোলনরত কুড়মিদের দিকে। শনিবার ঝাড়গ্রামে সাংবাদিক বৈঠক করে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে আন্দোলনকারী কুড়মিদের সংগঠন ‘ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির’ তরফে। হামলার ঘটনার পূর্ণাঙ্গ বিচারবিভাগীয় বা সিবিআই তদন্তের দাবি জানিয়েছে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ