হুগলি জেলার পাণ্ডুয়ার দ্বারবাসিনী এলাকায় টিভি দেখানোর অজুহাতে ৭ বছরের নাবালিকাকে বাড়িতে এনে যৌন নির্যাতন চালানো অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।
জানা গিয়েছে, নাবালিকার প্রতিবেশী যুবক সুজন বাউল দাস বুধবার সন্ধ্যায় নাবালিকার মা-বাবা দু’জনেই বাড়ির বাইরে থাকার সময় বাড়িতে এসে টিভি দেখাবেন বলে নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে নাবালিকার উপর যৌন নির্যাতন চালায়। নাবালিকার চিৎকারে প্রতিবেশীরা ধরে ফেলে। নাবালিকাকে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ও পরে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
- Advertisement -
নির্যাতিতার মামার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।