BRAKING NEWS

Ghatal : কাটা পড়লো সাইকেল আরোহীর পা, মর্মান্তিক পথ-দুর্ঘটনা ঘাটালে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
মর্মান্তিক পথ-দুর্ঘটনায় কাটা পড়লো সাইকেল আরোহীর পা। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার ঘাটাল সংলগ্ন বরদা চৌকান মোড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটালে ১৩ নম্বর পল্লীর বাসিন্দা পেশায় গৃহশিক্ষক তুহিনকান্তি দেব (৫০) সাইকেল চালিয়ে ঘাটাল থেকে বরদা চৌকানে টিউশন পড়াতে যাচ্ছিলেন। সেই সময়ে ঘাটালের দিকে যাওয়া একটি পণ্যবাহী ১২ চাকার লরি তাঁকে ধাক্কা দেয় এবং পা পিশে দিয়ে চলে যায়। পুলিশের সহায়তায় স্থানীয় পথচারীরা গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তুহিনকান্তিবাবুকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যান। তিনি আপাতত সেখানেই চিকিৎসাধীন। চিকিৎসকেরা তুহিনকান্তিবাবুর একটি পা বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

Pingla: "পঞ্চায়েত নির্বাচনে লড়ে নেব", তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর