Kharagpur Rozgar Mela : রোজগার মেলায় ৭১ হাজারের বেশি চাকরি, খড়গপুরে ২৬০ জনকে নিয়োগপত্র

Kharagpur Rozgar Mela : রোজগার মেলায় ৭১ হাজারের বেশি চাকরি, খড়গপুরে ২৬০ জনকে নিয়োগপত্র

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে পঞ্চম পর্বের রোজগার মেলায় কেন্দ্রীয় সরকারের অধীন বিভিন্ন বিভাগে ৭১,২০৬ জনকে নিয়োগ করা হল সারা দেশে। মঙ্গলবার খড়গপুর আইআইটি-র ‘রোজগার মেলার’ অনুষ্ঠানে ২৬০ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ ও স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

মঙ্গলবার দেশের ৪৫ টি জায়গার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলায় আইআইটি খড়গপুরের নেতাজি অডিটোরিয়ামে “পঞ্চম রোজগার মেলা” অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে নতুন কর্মপ্রার্থীদের নতুন ভারত গঠনের জন্য আহ্বান জানান। ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন ২৬০ জন কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন নিশীথ প্রামাণিক।

আরও পড়ুন:  Medinipur Yoga : যোগ উদযাপন চন্দ্রকোনারোডে, উদ্যোগে সিআরপিএফ মহিলা ব্যাটেলিয়ন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি-র নির্দেশক বীরেন্দ্র তেওয়ারি, সহ অধিকর্তা অমিত পাত্র, রেজিস্ট্রার তমাল নাথ, ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের পোস্টমাস্টার জেনারেল শ্রীমতী শশীশালিনী কুজুর প্রমুখরা। কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কেন্দ্রের কর্মসংস্থানের উদ্যোগের মাধ্যমে অনুষ্ঠান থেকে ২৬০ জন কর্মযোগীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। তাঁরা ভারত সরকারের বিভিন্ন দপ্তরে কাজে নিয়োজিত হবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ