পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের ভেমুয়া অঞ্চলের মহিষামুড়া এলাকার একটি ঝিলের পাশ থেকে স্থানীয় বাসিন্দা এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনায়বতীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা ঐ মৃত বৃদ্ধা সখি রানী মান্না(৭৩) গত ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁর নিখোঁজ হওয়ার দিন দুই পরেও কোনো খোঁজ না মেলায় পরিবারের লোকেরা সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার এলাকার লোকেরা ঝিলের পাশে বৃদ্ধার মৃতদেহ দেখতে পান।
- Advertisement -
পুলিশে খবর দেওয়া হলে সবং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।