Medinipur : “অর্পিতা নায়েককে হারাতে চক্রান্ত হয়েছিল”, সৌমেন খানের বক্তব্যে ফের বিতর্ক

Medinipur : "অর্পিতা নায়েককে হারাতে চক্রান্ত হয়েছিল", সৌমেন খানের বক্তব্যে ফের বিতর্ক

 

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
মেদিনীপুরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে একাধিকবার। এমনকি নিজের হার নিয়ে প্রশ্ন তুলেছিলেন পৌরসভা ভোটে ১৪ নম্বর ওয়ার্ডের মমতা-মনোনীত তৃণমূল প্রার্থী সংঘমিত্রা পাল। যদিও দলের তরফে আভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিযোগ খারিজ করা হয়েছে একাধিকবার। এবার “অর্পিতা নায়েককে হারাতে চক্রান্ত হয়েছিল” মন্তব্য করে জেলা শহরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগকেই কার্যত মান্যতা দিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান

রবিবার এক অনুষ্ঠানে পুরভোটে ১৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা কাউন্সিলর ও তৃণমূল থেকে বহিষ্কৃত অর্পিতা রায় নায়েককে সমর্থন করেন সৌমেন খান। পুরসভার চেয়ারম্যান বলেন, “অর্পিতা নায়েককে হারাবার জন্য পুলিশ থেকে শুরু করে, অনেক রকম চক্রান্ত করেছিল। শুধুমাত্র আপনারা পাশে থেকে তাকে রক্ষা করেছিলেন বলেই অর্পিতা নায়েক পুরসভার কাউন্সিলর হয়েছেন।” বলেন, “পুলিশকে কাজে লাগিয়েছিল, বাইরে থেকে মস্তানদের এনেছিল, মা-বোনেদের ভয় দেখানো হয়েছিল। কিন্তু পারেনি।” মঞ্চে সৌমেন খানের এই বক্তব্য শুনে হাততালি দিতে দেখা যায় উপস্থিত পৌরসভার কয়েকজন কাউন্সিলরকে।

আরও পড়ুন:  Abhishek Banerjee : “নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়ে দলের ক্ষতি করবেন না”, বার্তা অভিষেকের

প্রসঙ্গত উল্লেখ্য, পুরভোটে মেদিনীপুরে ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হন সংঘমিত্রা পাল। কিন্তু নির্দল হিসেবে ঐ কেন্দ্রে প্রার্থী হন তৎকালীন তৃণমূল নেত্রী অর্পিতা রায় নায়েক এবং জয়ী হন। দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় অর্পিতাকে। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ও বিধায়িকা জুন মালিয়ার সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল বহিস্কৃত কাউন্সিলর অর্পিতা রায় নায়েককে৷ তারপরেই বিধায়িকা ও পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দলে বিভাজনের অভিযোগ এনে মুখ খুলেছিলেন পরাজিত প্রার্থী সংঘমিত্রা পাল। এমনকি তাঁকে চক্রান্ত করে হারানো হয়েছিল বলেও অভিযোগ এনে তদন্তের দাবি করেছিলেন। এখন সৌমেন খানের বক্তব্য সামনে আসতে ১৪ নম্বর ওয়ার্ডের পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী সংঘমিত্রা পালের প্রতিক্রিয়া, প্রকাশ্যে চেয়ারম্যানের বক্তব্য দীর্ঘদিন ধরে দলে চক্রান্তের অভিযোগকেই মান্যতা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ