Medinipur : রক্ত-শ্বেত চন্দনগাছ এবার জঙ্গলমহলের জঙ্গলে, গাছ রক্ষায় কড়া আইনের বার্তা বনমন্ত্রীর

Medinipur : রক্ত-শ্বেত চন্দনগাছ এবার জঙ্গলমহলের জঙ্গলে, গাছ রক্ষায় কড়া আইনের বার্তা বনমন্ত্রীর

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

জঙ্গলমহলের জেলাগুলির জঙ্গলে এবার লাগানো হবে রক্ত ও শ্বেত চন্দনগাছ। সেই সঙ্গে প্রায়শই জঙ্গলে আগুন লাগানো ও বেআইনি ভাবে গাছ কাটাকে প্রতিহত করতে বিধানসভায় আনা হবে কড়া আইন, নতুন বনরক্ষীদের নিয়োগ করে দেওয়া হবে বাইক-আধুনিক অস্ত্র। পশ্চিম মেদিনীপুরের গোপগড় ইকোপার্কে রবিবার ‘বন বান্ধব উৎসব’-এ এসে তেমনই বার্তা দিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

এইদিন নিজের বক্তব্যে বনমন্ত্রী ঘোষণা করেন, “এবার দক্ষিণবঙ্গেও চাষ হবে লাল ও শ্বেত চন্দনের। তার জন্য পশ্চিম মেদিনীপুরে ১৫ হাজার, ঝাড়গ্রামে ৬ হাজার শ্বেত চন্দন এবং ১০ হাজার করে লাল চন্দন গাছের চারা তৈরি করা হবে। দক্ষিণবঙ্গে মোট ৬৫ হাজার করে চারা তৈরি করা হবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জঙ্গলকে এজন্য চিহ্নিত করা হয়েছে৷ এই গাছ দুর্মুল্য, এর দ্বারা বন সুরক্ষা কমিটি সহ জঙ্গলমহলের লোকজনের আর্থিক উন্নতি হবে৷”

আরও পড়ুন:  Ice Fall at Medinipur : বরফের বিশাল খণ্ড আকাশ থেকে মাটিতে, ডেবরায় চাঞ্চল্য

মন্ত্রী এদিন গাছ অবৈধ ভাবে বনাঞ্চলের গাছ কাটা নিয়েও কড়া বার্তা দেন। তিনি বলেন, “বারবার জেলার গড়বেতা ও চন্দ্রকোনা এলাকা থেকে গাছ কেটে ফেলার অভিযোগ আসছে৷ সেই সাথে বিভিন্ন জঙ্গলে আগুন লাগানোর অভিযোগ পাচ্ছি৷ সেটা পরিকল্পিত বলেই মনে হচ্ছে৷ আমরা জেলাশাসকপুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি৷ আরও কড়া হাতে দমন করতে হবে।” তিনি জানান, “আমরা প্রস্তুতি নিচ্ছি বিধানসভাতে কড়া আইন আনতে, যাতে গাছ কাটা ও জঙ্গলে আগুন লাগানোর ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া যায়৷”

আরও পড়ুন:  Medinipur : বেহাল কংসাবতীর বীরেন্দ্র সেতু, তৈরি হবে ২৪৫ কোটির নয়া সেতু, উঠলো পুনর্বাসনের দাবি

নিজের বক্তব্যে মন্ত্রী আরও বলেন, “বন দফতরের অফিসগুলিতে বনকর্মীর সংখ্যা অনেক কমে যাওয়ায় এক হাজার ফরেস্ট গার্ড নিয়োগ এবং বিভিন্ন রেঞ্জ অফিসগুলিতে বাইক দেওয়ার পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেই সাথে ভালো কাজ করলে বনকর্মীদের এবার পুরষ্কার দিয়ে সম্মনিত করাও হবে৷”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ