BRAKING NEWS

ছোটদের হাতের কাজে সেজে উঠেছে পলাশী প্রাথমিক বিদ্যালয়ের মণ্ডপ

আর মাত্র একটি দিন। তারপরেই বাগদেবীর আরাধনা। স্কুল কলেজগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সরস্বতী পুজোর প্রাক্কালে ছোট ছাত্রছাত্রীদের হাতের কাজে সেজে উঠেছে মেদিনীপুরের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের পুজো মণ্ডপ।

বিভিন্ন পুজোর মতোই সরস্বতী পুজোও এখন থিম আশ্রয়ী। স্কুলগুলিতেও ছাত্রছাত্রীদের সৃজনের অভিনবত্ব পরিলক্ষিত হয়৷ তেমনটিই দেখা মিলেছে মেদিনীপুরের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের পুজো মণ্ডপে। কচিকাঁচাদের কাঁচা হাতের কাজ দিয়ে সজ্জিত হয়েছে মণ্ডপ৷ ৭৪ টি মানচিত্রে কোলাজ বিভিন্ন ভাবে ফুটিয়ে তুলে সাজানো হয়েছে পুজোর স্থল। ছোট ছোট ছাত্রছাত্রীদের অভিনবত্ব মন টানছে প্রত্যেকের।

GNE Exclusive: হিরণ কি তৃণমূলে! অভিষেকের সভাতেই যোগদানের সম্ভাবনা