Medinipur : সেকপুরা মৌজায় রায়ত বসবাসকারীদের সরকারি রেকর্ডের দাবিতে বিক্ষোভ

Medinipur : সেকপুরা মৌজায় রায়ত বসবাসকারীদের সরকারি রেকর্ডের দাবিতে বিক্ষোভ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুরে সেকপুরা মৌজায় ৫০ থেকে ৬০ বছর ধরে রায়ত জায়গায় বসবাসের পরেও মিলছে না প্লটের রেকর্ড। এই অভিযোগে বুধবার ৫ নং ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর মৌ রায়ের নেতৃত্বে এলাকাবাসী বিক্ষোভ দেখালেন এডিএম (ল্যান্ড ও রেভিনিউ) কার্যালয়ে।

কাউন্সিলর ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ বহু বছর ধরে তাঁরা সেকপুরা মৌজায় রায়ত হিসেবে বসবাস করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার জানিয়েছেন, রাজ্যে যে যেখানে বাস করেন, সেখানের কাগজ পাবেন। কিন্তু সেকপুরা মৌজার বাসিন্দারা ২০১৩ সাল থেকে দীর্ঘ আন্দোলন, চিঠি চাপাটি, আবেদন নিবেদন করার পরেও এখনও প্লটের কাগজ পাননি বলে অভিযোগ। অথচ এক শ্রেণির প্রোমোটার রেকর্ড পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ।

আরও পড়ুন:  Rajesh Mahata : আটকের পর বদলি! মেদিনীপুরের শিক্ষক রাজেশের নতুন স্কুল কোচবিহারে

অবিলম্বে জমির প্লটের রায়তের নামে রেকর্ড এর দাবিতে এই দিন এডিএম কার্যালয়ে বিক্ষোভ দেখানোর পর ডেপুটেশন জমা দেন স্থানীয়রা। রেকর্ডের কাগজ এখনও না পাওয়ার কারণ হিসাবে আধিকারিকদের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন কাউন্সিলর ও এলাকাবাসীরা৷ কাউন্সিলর জানিয়েছেন, এক সপ্তাহ পরে তাঁদের আলোচনার জন্য সময় দেওয়া হয়েছে আধিকারিকদের তরফে৷ তিনি আশাবাদী, আলোচনার পর রেকর্ড সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ