রাজ্যের বা দেশের বিভিন্ন পর্যটন স্থল বা বিখ্যাত শহরগুলোতে গেলেই চোখে পড়ে এই দৃশ্য। একটি বিশেষ স্থানে সেলফি জোন। তাতে লেখা সেই শহরের প্রতি ভালোবাসা। সেই রকমই সেলফি জোন এবার তৈরি হচ্ছে মেদিনীপুরে।
- Advertisement -
পর্যটক ও স্থানীয় সেলফি ও সোশ্যাল মিডিয়া প্রেমী মানুষজনের চাহিদা মাথায় রেখে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে শহরের গান্ধী ঘাটে তৈরি হচ্ছে এই সেল্ফি জোন। যার কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ৩১ শে ডিসেম্বর উদ্বোধন হবে।