BRAKING NEWS

Jhargram : নাবালিকাকে বিয়ের অভিযোগে, গ্রেপ্তার শালবনী এলাকার যুবক

Jhargram : নাবালিকাকে বিয়ের অভিযোগে, গ্রেপ্তার শালবনী এলাকার যুবক, GNE BANGLA

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। ঝাড়গ্রাম থানার অন্তর্গত শালবনী এলাকার বাড়ি থেকে চক্রধর মাহাতো ওরফে ছত্রধর মাহাতো নামের ঐ যুবককে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, কয়েকদিন আগে বেলপাহাড়ি থানার অন্তর্গত এক নাবালিকার সঙ্গে চক্রধর মাহাতো ওরফে ছত্রধর মাহাতোর বিয়ে হয়। বিয়ের বিষয়টি জানতে পারে ঝাড়গ্রাম জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। তারপরেই তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে কমিটি। নাবালিকাকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তাদের তত্ত্বাবধানে রাখে এবং কমিটির এক আধিকারিক ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ জানান। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

Elephant Ramlal : অবাক জলপান! গরমের চোটে গৃহস্থের উঠানে এসে তৃষ্ণা নিবারণ রামলালের

অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট ৯, ১০, ১১ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবারই অভিযুক্ত যুবককে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়। সরকারি আইনজীবী অনিল মন্ডল জানিয়েছেন, আদালত যুবকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।