BRAKING NEWS

Mousumi Murmu Medinipur : শালবনীর মেয়ে ভারতীয় ফুটবল দলে, ভিয়েতনাম চললেন ইস্টবেঙ্গলের মৌসুমী

ফের ভারতীয় ক্রীড়া মানচিত্রে পশ্চিম মেদিনীপুর। শালবনীর মৌসুমী মুর্মু জায়গা করে নিলেন দেশের অনুর্ধ্ব ২০ মহিলা ফুটবল দলে। ভিয়েতনামে এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের তিলাখুলা গ্রামের বাসিন্দা মৌসুমী মুর্মু। জেলার ফুটবলে তাঁর উত্থান শালবনী জাগরনীর হাত ধরে। শালবনী হাইস্কুল থেকে বৃত্তিমূলক বিভাগে দ্বাদশ শ্রেণি পাশ করেছেন। বর্তমানে ইস্টবেঙ্গলের মহিলা দলের সদস্য মৌসুমী, সদ্য সমাপ্ত কন্যাশ্রী কাপ ও খেলো ইন্ডিয়া ইউথ গেমসে দুর্দান্ত প্রদর্শন করেছিলেন। তারই ফলস্বরূপ মৌসুমী জায়গা করে নিলেন দেশের অনুর্ধ্ব ২০ মহিলা ফুটবল দলে। আগামী ৪ ঠা মার্চ থেকে ১২ মার্চ ভিয়েতনামে অনুষ্ঠিত হতে চলা এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বে দেশের হয়ে মাঠ মাতাবেন শালবনীর মেয়ে।

Drone : ড্রোনের মাধ্যমেই জমিতে দেওয়া যাবে ওষুধ, কেশিয়াড়িতে প্রযুক্তির মহড়া