BRAKING NEWS

Salboni Recruitment : ১০ জন চুক্তিভিক্তিক অস্থায়ী হোমগার্ড নিয়োগ শালবনি থানায়

Salboni Recruitment : ১০ জন চুক্তিভিক্তিক অস্থায়ী হোমগার্ড নিয়োগ শালবনি থানায়, GNE BANGLA

ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য অস্থায়ীভাবে ১০ জন চুক্তিভিক্তিক হোমগার্ড নিয়োগ করবে শালবনি থানা। সেই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। আগামী ১৭ ই ফেব্রুয়ারির মধ্যে নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে আবেদন।

আবেদনের বিস্তারিত বিবরণ –

বয়স – ২০২৩ সালের ১লা জানুয়ারী তারিখের হিসেবে, ১৮ বছর থেকে ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম অষ্টম শ্রেণি পাশ। আবেদনকারীর বাংলা পড়তে, লিখতে ও বলতে পারা আবশ্যিক।

Medinipur : জেলাশাসক পরিবর্তন পশ্চিম মেদিনীপুরে, আসছেন খুরশিদ আলি কাদরি

পুরুষ প্রার্থীদের জন্য শারীরিক পরিমাপ পরীক্ষা :-
১. নুন্যতম উচ্চতা ১৬০ সেমি
২. সর্বনিম্ন ওজন ৫১ কেজি

মহিলা প্রার্থীদের জন্য শারীরিক পরিমাপ পরীক্ষা :-
১. নুন্যতম উচ্চতা ১৫২ সেমি
২. সর্বনিম্ন ওজন ৪৪ কেজি

যোগ্যদের ইউনিট ইনচার্জ দ্বারা যথাযথভাবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক পাস বুকের প্রথম পাতার জেরক্স এবং রঙিন পাসপোর্ট সাইজ ছবি (২ কপি) সহ আবেদনপত্র পেশ করতে হবে৷
বাছাই প্রক্রিয়া –
শারীরিক দক্ষতার পরীক্ষা :-
১. পুরুষদের জন্য ১৬০০ মিটার দৌড় ৮ মিনিটের মধ্যে শেষ করতে হবে।
২. মহিলাদের জন্য ৮০০ মিটার দৌড় ৫ মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে।

Pingla: "পঞ্চায়েত নির্বাচনে লড়ে নেব", তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

শারীরিক পরিমাপ পরীক্ষা এবং শারীরিক দক্ষতার পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের ৫০ নম্বরের লিখিত পরীক্ষা ও ১০ নম্বরের সাক্ষাৎকার পরীক্ষায় বসতে হবে৷ তালিকাভুক্ত প্রার্থীদের মেডিকেল টেস্ট নেওয়া হবে৷