BRAKING NEWS

“শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতক”, কেশপুরে আক্রমণ শিউলি সাহার

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৩ নম্বর অঞ্চলের পুকুরিয়াপাট গ্রামে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি আয়োজিত হয়েছিল তৃণমূলের তরফে। সেই সভা থেকেই শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক তকমা দিয়ে কটাক্ষ করলেন মন্ত্রী শিউলি সাহা।

এইদিন সভায় রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হয়। বক্তব্য রাখেন শিউলি সাহা। নিজের বক্তব্যে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। সেই সঙ্গে শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, ‘যারা কেশপুরের পিয়াশালাতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নরকঙ্কাল বানিয়েছিল, আজ তাদের সঙ্গে মিশে গিয়ে তিনি দিদিকে মিথ্যা আক্রমণ করছেন।’ এই দিনের কর্মসূচিতে বিধায়িকা ছাড়াও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, ব্লক সভানেত্রী হাবিবা বেগম সহ অন্যান্য অঞ্চল ও ব্লক নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

চন্দ্রকোনায় দুর্ঘটনায় স্কুলের মারুতি ভ্যান, আহত ছাত্রী