চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ এনেছিলেন তৃণমূলের অভিনেতা সাংসদ দেবের জাঠতুতো ভাই বিক্রম অধিকারী৷ এবার বিক্রম অধিকারীর বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসার অভিযোগ এনে কেশপুর থানায় অভিযোগ দায়ের করলেন মন্ত্রী শিউলি সাহা।

তৃণমূলের অভিনেতা সাংসদ দেব তথা দীপক অধিকারীর আত্মীয়দের বাস তাঁর আদিবাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহিষদা গ্রামে। সেখানকার বাসিন্দা তাঁর জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারী। স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তিনি অভিযোগ আনেন, ২০১৬ সালে সরকারি আবাস যোজনায় পাওয়া টাকা স্থানীয় তৃণমূল নেতাদের কাটমানি হিসাবে দিতে হয়েছিল। এই জন্য তাঁর বাড়ি করা সম্ভব হয়নি। তাঁর আরও অভিযোগ, বিভিন্ন সালিশির নামে তৃণমূল নেতারা দেবের ভাই হিসাবে তাঁকে সামনে রেখে ও দেবের নাম ব্যবহার করে টাকা আদায় করেন। এই বক্তব্য সামনে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। ঘাটালে দেব ও কেশপুরের বিধায়িকা তথা মন্ত্রী শিউলি সাহার পদত্যাগ দাবি করে পোস্টার দেয় বিজেপি।

জনপ্রিয় খবর:  Bayron Biswas : বায়রনকে তৃণমূলের উপহার! নিরাপত্তায় রাজ্য পুলিশ

এবার দেবের ভাই বিক্রম অধিকারীর বিরুদ্ধে কেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মন্ত্রী শিউলি সাহা। অভিযোগ পত্রে তিনি জানিয়েছেন, “কেশপুরের বাসিন্দা বিক্রম অধিকারী অভিযোগ করেছেন, ২০১৬ সালে আবাস যোজনার ৭৫ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা পেয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসের নামে বদনাম করতে চেয়েছেন এবং আমার নামও টেনে এনেছেন।” কেশপুর ব্লকের রিপোর্ট উল্লেখ করে মন্ত্রী জানিয়েছেন, “আবাস যোজনার পুরো ৭৫ হাজার টাকা বিক্রম অধিকারী নিজের অ্যাকাউন্টে পেয়েছেন। তাছাড়া তাঁর অভিযোগ অনুযায়ী তিনি গ্রাম পঞ্চায়েতের কোনো প্রতিনিধি বা ব্লকের কোনো পদাধিকারীর বিরুদ্ধে কোনো রকম অভিযোগ দায়ের করেন নি।” বিক্রমের সমস্ত অভিযোগ ভুয়ো ও মিথ্যা দাবি করে পুলিশের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন মন্ত্রী শিউলি সাহা।

জনপ্রিয় খবর:  Jhargram : কুড়মিদের কাছে দুঃখ প্রকাশ তৃণমূলের জেলা সভাপতির, বিতর্কিত মন্তব্যের জের