দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত ঘটে চলেছে নারীদের প্রতি নির্যাতন। মণিপুরে সংঘর্ষের মাঝেই ঘটেছে নারীনিগ্রহের ঘটনা। উঠেছে বিবস্ত্র করে হাঁটানো ও গণধর্ষণের অভিযোগ। যার প্রতিবাদে উত্তাল হয়েছে সারাদেশ। কিছুদিন আগে মালদহে চোর সন্দেহে দুই মহিলাকে নিগ্রহের অভিযোগ উঠেছে। শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে নারীরা নিগ্রহের শিকার হচ্ছেন। সেই সমস্ত নারী নিগ্রহের ঘটনার প্রতিবাদে শুক্রবার মেদিনীপুর শহরে মৌন মিছিল হল ‘সুস্থ সংস্কৃতি মনস্ক নাগরিক বৃন্দ’ সংগঠনের তরফে।
এইদিন কালো ব্যাজ পরিধান করে ও হাতে বিভিন্ন প্রতিবাদমূলক প্ল্যাকার্ড নিয়ে নীরবে প্রতিবাদে সামিল হলেন শতাধিক নাগরিক। মিছিলে সামিল হন শিক্ষক শিক্ষিকা, কবি-সাহিত্যিক, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, সমাজকর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের সাধারণ মানুষজন। মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হয়ে বিদ্যাসাগর মোড়, ক্ষুদিরাম মোড়, গান্ধী মোড়, পঞ্চুর চকের রবীন্দ্র মুর্তি ও নেতাজি মূর্তির পাদদেশ হয়ে পুনরায় রবীন্দ্র নিলয়ে এসে শেষ হয়।