Bankura Solar Car : পেট্রোল-ডিজেল-গ্যাস কিছুই লাগছে না গাড়ি চালাতে, তাক লাগাচ্ছে বাঁকুড়ার ব্যবসায়ীর ন্যানো গাড়ি

Bankura Solar Car : পেট্রোল-ডিজেল-গ্যাস কিছুই লাগছে না গাড়ি চালাতে, তাক লাগাচ্ছে বাঁকুড়ার ব্যবসায়ীর ন্যানো গাড়ি

চারচাকার টাটা ন্যানো গাড়িকে অভিনব ভাবে বদলে দিয়ে তাক লাগাচ্ছেন বাঁকুড়ার ব্যবসায়ী মনোজিৎ মণ্ডল। পেট্রোল, ডিজেল বা সিএনজি কিছুই লাগছে না গাড়ি চালাতে৷ নিজের টাটা ন্যানো গাড়ির ভোল বদলে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বাঁকুড়ার রাস্তা দাপাচ্ছেন মনোজিৎ।

পৃথিবীতে ক্রমশ শেষ হয়ে আসছে জীবাশ্ম জ্বালানিগুলি৷ পেট্রোল-ডিজেল বা সিএনজি সব কিছুর মূল্য বৃদ্ধিও হচ্ছে পাল্লা দিয়ে৷ বৃদ্ধি পাচ্ছে দূষণ। সারা পৃথিবীর প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীরা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন অপ্রচলিত শক্তিগুলিকে কাজে লাগিয়ে শক্তির সাশ্রয় করায়। এরই মধ্যে সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব বিকল্প তৈরি করে নিজের টাটা ন্যানো গাড়িকে বদলে দিয়েছেন সৌরশক্তি চালিত গাড়িতে।

আরও পড়ুন:  Bankura : এবার সিভিক ভলেন্টিয়াররাই শিক্ষক! নেবেন কচিকাঁচাদের অঙ্ক ও ইংরাজির ক্লাস

পেট্রোল ডিজেলের দাম যখন আকাশ ছোঁয়া তখন নিজের টাটা ন্যানো গাড়িটি সৌরশক্তির মাধ্যমে চালাতে মনোজিৎবাবুর প্রতি ১০০ কিলোমিটারের জন্য খরচ হচ্ছে মাত্র ৩০ থেকে ৩৫ টাকা। সেই সঙ্গে গাড়িটিতে কোনো আওয়াজও হয় না, দূষণও নেই। প্রতি কিলোমিটারে ৮০ পয়সা করে খরচ করেই চতুর্থ গিয়ারে ৮০কিমি প্রতি ঘণ্টার গতিও তোলা যায়। এই প্রযুক্তি সফল ভাবে ব্যবসায়িক ক্ষেত্রে ও প্রয়োগগত ভাবে ব্যবহার করা গেলে জ্বালানী ও দূষণ দুই সমস্যাই নিয়ন্ত্রণে আসতে পারে।

আরও পড়ুন:  Bankura : সিভিক ভলেন্টিয়ারদের ‘শিক্ষক’ হওয়ার প্রকল্প স্থগিত, ঘোষণা শিক্ষামন্ত্রীর

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ